বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : কাব স্কাউটিং করব, দক্ষ মানুষ গড়ব স্লোগানকে সামনে রেখে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও স্কাউট শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বোদা উপজেলা কাব ক্যাম্পরীর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলার সভাপতি রবিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলার সাধারণ সম্পাদক আবু সাঈদ নুর আলম, জেলা কাব লিডার আইবুল হক, দিনাজপুর অঞ্চল ও স্থানীয় স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বোদা উপজেলার ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ২৯৪ জন শিক্ষার্থীকে নিয়ে কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে।
