রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বসুরহাট বাজারে নবনির্মিত রেস্টুরেন্ট ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’–এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম এবং তাঁর সহধর্মিণী জোছনা আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র সহ–সভাপতি শওকত হোসেন সগীরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ নতুন রেস্টুরেন্টটির সফলতা কামনা করেন এবং স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। স্থানীয়দের প্রত্যাশা, বসুরহাটে মানসম্মত খাবার পরিবেশনায় নতুন মাত্রা যোগ করবে ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’।
