ঢাকাFriday , 12 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় ফখরুল ইসলামের সমর্থনে বিএনপির উঠান বৈঠক

Mahamudul Hasan Babu
December 12, 2025 12:36 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুaহাম্মদ ফখরুল ইসলাম–এর সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনোয়ার আলী হাজী বাড়িতে শুক্রবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নারী–পুরুষ, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইসলামের সহধর্মিণী জোছনা আরা বেগম, যিনি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মাঠপর্যায়ের সংগঠনগত কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনঞু মোর্শেদ এবং সভাপতিত্ব করেন স্থানীয় রাজনৈতিক নেতা শামসুদ্দিন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা মহিলা নেত্রী শাহনাজ পারভীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাহার, এছাড়া উপজেলা মহিলা দল এবং সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা নির্বাচনী কর্মকৌশল, জনগণের প্রত্যাশা, সংগঠনের মাঠপর্যায়ের অবস্থান এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশ নিয়ে মতামত তুলে ধরেন। উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখেছেন আয়োজকরা।