মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি:আসন্ন ১৪ই ডিসেম্বর, রবিবার সকাল ১১টায়, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১২ নং কক্ষে অনুষ্ঠিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল।
ফাইনালের আলোচ্য বিষয় “বর্তমান শিক্ষাব্যবস্থা বুদ্ধিজীবীদের আদর্শ রক্ষায় ব্যর্থ”—এই বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তি উপস্থাপন করবে শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কাইসার বিতর্ক দল।
বিপক্ষ দলের সদস্যরা হলেন—1. মেহেরিন আকতার রিয়া 2. আজিজুল হাকিম
3. খাত্তাব হোসেন 4. মাজহারুল ইসলাম 5. রাকিবুল ইসলাম রাকিব দলটি শুরু থেকেই ধারাবাহিকভাবে যুক্তি, প্রমাণ এবং আধুনিক শিক্ষাব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধরে প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তারা বিশ্বাস করে বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গবেষণামুখী অগ্রগতি এবং বুদ্ধিজীবী আদর্শ ধারণে তরুণ প্রজন্মের অঙ্গীকারই প্রমাণ করে যে ব্যবস্থা ব্যর্থ নয়—বরং পরিবর্তনের ধারায় এগিয়ে চলছে।
ফাইনাল পর্বে বিপক্ষ দলের শক্তিশালী পাল্টা যুক্তি প্রতিযোগিতায় উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে
