মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি বগুড়া:শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ই ডিসেম্বর, রবিবার সকাল ১১টায় সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১২ নং কক্ষে।
ফাইনালের আলোচিত বিষয় “বর্তমান শিক্ষাব্যবস্থা বুদ্ধিজীবীদের আদর্শ রক্ষায় ব্যর্থ”—এ বক্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন করবে শহীদ বুদ্ধিজীবী ড. ফজলে রাব্বি বিতর্ক দল।
দলের সদস্যরা হলেন—1. মোঃ মেহেদী হাসান বাপ্পী2. ফারহানা ফরহাদ3. হাফসা রহমান 4. মিফতাহুল জান্নাত জাফরান 5. মশিউর রহমান
দলটি ইতোমধ্যেই বিভিন্ন পর্বে অসাধারণ যুক্তিবাদ, উপস্থাপন দক্ষতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ফাইনালে তারা শিক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, বুদ্ধিজীবী চেতনার অবক্ষয় এবং পরিবর্তনের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষাঙ্গনে বুদ্ধিবৃত্তিক চর্চা ও আদর্শচেতনার গুরুত্ব তুলে ধরার এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের পারফরম্যান্স সবার নজর কাড়বে বলেই প্রত্যাশা।
দৈনিক খোলা কাগজের সাংবাদিক মানিকের পা ভেঙে দেয়ার ঘটনায় প্রধান আসামি রাজিব কারাগারে
