ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

Mahamudul Hasan Babu
December 13, 2025 7:12 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পঞ্চগড়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চাই বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।

শনিবার ১৩ (ডিসেম্বর) সকালে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ ও মতবিনিয়ম সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমি পঞ্চগড় জেলায় সকল দলের প্রার্থীদের সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ ও অবাধ, সুষ্ঠ নির্বাচন আয়োজনে কাজ করছি। মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করতে পারে এটা আমি নিশ্চত করতে চাই, সেই পরিবেশ বজায় রাখবো। পঞ্চগড় জেলা থেকে সৌহার্দের বাণী ও আমাদের ঐক্যের বাণী সারাদেশে ছড়িয়ে দিতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মনজুরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সেলিম মালিক, উপজেলা নির্বাচন অফিসার রাশেদ খান প্রমুখ।

জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত আচরণবিধি ও গণভোট বিষয়ে পঞ্চগড়-২ আসনে সম্ভাব্য প্রার্থী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী ও সাংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান আসন্ন নির্বাচনে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য প্রশাসন সর্বদা পাশে আছে বলেও অবহিত করেন।