ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব, দুই হাজার শিক্ষার্থী পেল শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ 

Mahamudul Hasan Babu
December 13, 2025 1:17 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:দেশের সর্বউত্তরের জেলা জেলা হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আয়োজনে এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় রংপুর বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডিরেক্টর মজনু মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আলম প্রধান রিয়েল, সেচ্ছাসেবী সংগঠন সমুহের সমন্বয়ক এ্যাড আহসান হাবীব, তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডিএম জবায়দুল হক বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা পঞ্চগড়ের গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিকতা বাড়াতে আহ্বান জানান।
তেঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন মাহমুদ বলেন, আমরা কবীর আঙ্কেলের মাধ্যমে একটি করে হুডি, স্কুল ব্যাগ, খাতা, কলম সহ অনেক কিছু পেয়েছি। আমরা খুব খুশি এসব পেয়ে।
আয়েশা আক্তার নামে এক ষাটোর্ধ্ব নারী বলেন, আমি নাতীকে নিয়ে এসেছি। সে ব্যাগ, শীতের কাপড় সহ অনেক কিছু পেয়েছে। সে খুব খুশি আমরাও খুশি।
স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আক্তার বলেন, শিশুরা বছরের প্রথম দিনে নতুন ব্যাগ, শীতের কাপড় সহ শিক্ষা উপকরণ নিয়ে যাবে এটা সত্যিই আনন্দের। আয়োজক সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য। প্রতিবছর যেন অব্যাহত থাকে এই কার্যক্রম।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ বলেন, গত দেড়যুগ ধরে শিশুস্বর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করে আসছে। আমি ইতিপূর্বে একটি চা বাগানে চাকুরী করতাম। সেখানে চা শ্রমিকদের সন্তানদের দেখে আমি শিশুদের নিয়ে কাজ করা শুরু করি। বর্তমানে শিশুস্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদের কাপড় বিতরণ, নতুন টাকা দেয়া, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।