ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে হাদির ওপর গুলিবর্ষণকারীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল।

Mahamudul Hasan Babu
December 14, 2025 11:04 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশে এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকের নেতৃত্বে শনিবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

‎মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর এবং এর আগে ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লার ওপর গণসংযোগকালে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

‎প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম নাসির

‎উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন আর রশিদ বাচ্ছু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎এসময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কার্যক্রমে বাধা দিতে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।