মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা:ভাঙ্গুড়ার পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সফিক ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে।। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায়।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহ করতে পাবনার দিকে যাচ্ছিলেন তিনি হঠাৎ চাটমোহর কাতলা মোর এলাকায় একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে ডান পায়ের দিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
আহত সফিক অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।”
ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে ।
“সফিক ইসলাম একজন সাহসী সাংবাদিক এবং দীর্ঘদিন যাবৎ এশিয়ান টিভি চ্যানেলে ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক আমার পাবনা জেলা প্রতিনিধি ছিলেন বর্তমানে দৈনিক ঢাকা কাগজের পাবনা জেলা প্রতিনিধি দায়িত্ব পালন করে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
