মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। বুদ্ধিজীবী দিবসের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবি দিবস আমাদের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভুমিকা শহীদ বুদ্ধিজীবিদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিবসটি পালনের গুরুত্ব অপরিসীম। বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধেও বিজয়ের মাত্র দুইদিন আগে পাকিস্তানি হানাদার শত্রুরা বাংলাদেশের বুদ্ধিজীবিদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল। বুদ্ধিজীবিদের হত্যা করে আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিতে চেয়েছিল। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বাঙ্গালী বুদ্ধিজীবি হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করার ঘৃন্য চক্রান্ত করে। বাঙ্গালী শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবি, শিল্পী ,দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। আলোচনায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবি,শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পরবর্তী যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাঁদের সুস্বাস্থ্য কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলার ৪টি বদ্ধভূমিতে সন্ধায় মোমবাতি প্রজ্জলন করা হয়।
