রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতা: -নীলফামারীর ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: কালব এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৫-২৭ সালের জন্য চেয়ারম্যান হিসেবে আলমগীর আলম ও সেক্রেটারি পদে এ,এস,এম আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত পৌরসভার বনওয়ারী মোড় এলাকায় কালব এর অফিস কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আলমগীর আলম ৩৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৪৩ ভোট।
সেক্রেটারি পদে এ,এস,এম আব্দুল কাদের ২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস কুমার অধিকারী পেয়েছেন ২৪২ ভোট। ট্রেজারার পদে দয়াল চন্দ্র বর্মন ভোট পেয়েছেন ৩৭৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুশান্ত কুমার রায় পেয়েছেন ১০০ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা, ডিরেক্টর পদে মায়েদুল হক বসুনিয়া ও নাছিরুল রেজা সরকার নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর নির্বাচন কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও নাজিমুল হক চৌধুরী।
