স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী নহাটা বাজারে প্রিন্স টেলিকমে ভিভো ব্র্যান্ডের আধুনিক স্মার্টফোন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নহাটা বাজারের ডলার সুপার মার্কেটে ফিতা ও কেক কেটে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শোরুমটির শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবো কোম্পানির এরিয়া সেলস্ ম্যানেজার মো.খালিদ হোসেন, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ মো.মহিদুল, খুলনা রিজিওনাল প্রোমোশন ম্যানেজার গাজী সুফল এবং প্রিন্স টেলিকমের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান প্রিন্স।
বক্তারা বলেন,ভিভো সব সময় গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও মানসম্মত স্মার্টফোন সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।নতুন এই শোরুমের মাধ্যমে মহম্মদপুরের নহাটাসহ আশপাশের এলাকার ক্রেতারা সহজেই ভিভোর সর্বশেষ মডেলের মোবাইল ফোন ও উন্নত বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা শোরুমটি পরিদর্শন করেন এবং এর সাফল্য কামনা করেন।
