আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার সময় শহিদ বেদীতে পুষ্পমাল্য দেয়ার পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী, মুক্তিযোদ্ধা হিসাবউদ্দীন, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
আলোচনার শুরুতেই শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোত্তালেব আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও জাতির সূর্যসন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের শেষপ্রান্তে স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর, আল সামস-এর সহযোগিতায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল ।
এসময় অন্যান্যদের মধ্যে সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,মুক্তিযোদ্ধা ,সাংবাদিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সবশেষে শহিদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
