সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি।।মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে লালমোহন জোনাল অফিসকে পরাজিত করে দক্ষিণ আইচা সাব জোনাল অফিস চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভোলার লালমোহন কলেজ মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে লালমোহন জোনাল অফিস নির্ধারিত ১২ ওভারে ১১ ওভারেই সব উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিস মাত্র ৮ ওভার ২ বল খেলে ৯৬ রান সংগ্রহ করে জয়ী হন।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুল অনিক এবং চরফ্যাশন জোনাল অফিসের ডিজিএম প্রভাকর দাশ।
খেলায় লালমোহন জোনাল অফিস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এজিএম (ওএন্ডএম) খালেদ মাসুম মজুমদার এবং দক্ষিণ আইচা সাব জোনাল অফিস দলের অধিনায়ক ছিলেন এজিএম কাউছার আহাম্মদ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন চরফ্যাশন জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ আল মামুন।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।
