ঢাকাMonday , 15 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

Mahamudul Hasan Babu
December 15, 2025 10:51 am
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “গরু পালনে তুলনা নাই, চলো আমরা এগিয়ে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নত জীবনের সন্ধানে (ঊষা)-এর বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কামদেব বাড়ি ও জাংগালিয়া গ্রামের ৭টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৭টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় গোপালপুর পৌর শহরের মধুপুর ভট্ট কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণকৃত গরুগুলোকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে ল্যাম্পি স্কিন ডিজিজের টিকাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উন্নত জীবনের সন্ধানে (ঊষা)-এর নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিল-এর সভাপতিত্বে এবং সুতী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিল হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী পরিবার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গরু পালনের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে এবং তাদের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।