রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সমবায় কার্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। তিনি বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন। তিনি সমবায় আইন মেনে সমিতি পরিচালনা, নিয়মিত হিসাব সংরক্ষণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক যুথিকা রানী দাস এবং নোয়াখালী জেলা সমবায় কার্যালয়ের কোর্স ইনচার্জ ও সহকারী শিক্ষক এনায়েতুল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিনব্যাপী প্রশিক্ষণে সমবায় আইন, সমবায় সমিতির সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা, সদস্যদের অধিকার ও দায়িত্ব এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
