ঢাকাMonday , 15 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জামাতে নামাজে উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ, ৩০৫ ওয়াক্ত আদায়ে ৫ কিশোর পেল বাইসাইকেল

Mahamudul Hasan Babu
December 15, 2025 5:06 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই মাসব্যাপী ইমামের পেছনে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছেন ৫৪ জন শিশু-কিশোর ও যুবক। ধর্মীয় অনুশাসন ও নিয়মিত নামাজে উদ্বুদ্ধ করতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।

সোমবার বিকেলে উপজেলার চর ফকিরা কদমতলী বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং মাস্টার ওজিউল্যাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার ভূঁইয়া।

প্রতিযোগিতায় টানা ৩০৫ ওয়াক্ত ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করায় ৫ জন শিশু-কিশোরকে মাস্টার ওজিউল্যাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী মোট ৫৪ জন শিশু-কিশোর ও যুবককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, চাপরাশিরহাট এ রব ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু শাহাদাত ইসহাক, চাপরাশিরহাট দারুল কোরআন আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুদ্দিন গাজী, জামেয়া শারাফাতিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল্লাহ, দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল নবী এবং মাস্টার ওজিউল্যাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শাহেদ।

বক্তারা বলেন, নিয়মিত জামাতে নামাজ আদায়ের মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।