ঢাকাMonday , 15 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে  ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
December 15, 2025 5:14 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাংনীতে অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত গাংনী বড় বাজার এলাকার ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কসমেটিক্স পন্য, মিষ্টান্ন ভান্ডার ও ওষুধের ফার্মেসিতে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে কসমেটিক্স পন্যে উৎপাদনকারী কোম্পানির নাম না থাকায় মেসার্স আকমল স্টোরকে ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় এক লাখ টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন জাতীয় পণ্য উৎপাদনের অপরাধে আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এস এস ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ইউনিটের একটি টিম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের ওই কর্মকর্তা।