আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১১টি (এগার) পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মেহেরপুর জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও ভি নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুব চান্দু।
আগামী ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর জেলা প্রেস ক্লাব কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক কালু।
ঘোষিত ফলাফল অনুযায়ী- সভাপতি নির্বাচিত হয়েছেন তোজাম্মেল আযম (যুগান্তর), সহ-সভাপতি নাসের চৌধুরী (নিউজ টাইমস), সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু (মেহেরপুর প্রতিদিন / ভি নিউজ), যুগ্ম সম্পাদক এ সিদ্দিকী শাহীন (দিনের খবর / জবাবদিহি), অর্থ সম্পাদক দিলরুবা খাতুন (বাসস / প্রতিদিনের সংবাদ), গণযোগাযোগ সম্পাদক মোঃ তোফায়েল হোসেন (দৈনিক ইনকিলাব ও ঢাকা মেইল) এবং দপ্তর সম্পাদক মাসুদ রানা (এশিয়ান এজ / আমাদের অর্থনীতি)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ড. আমানুর আমান (ডেইলি সান ও দৈনিক বণিক বার্তা), মর্তুজা ফারুক রুপক (ভোরের কাগজ), সিরাজুদ্দোজা পাভেল (দৈনিক আমার সংবাদ) এবং খান মাহমুদ আল রাফি (দৈনিক কালবেলা)।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক কালু নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে মেহেরপুর জেলা প্রেস ক্লাব আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
