আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে মুকুল সেবা ও যুব সংঘের উদ্যোগে দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলার পৌর এলাকার বাঁশবাড়ীয়াতে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসারের বিশেস প্রতিনিধি উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনিরুল ইসলাম জনি, সংঘের সভাপতি আসাদুল্লাহ আহম্মেদ, নির্বাহী পরিচালক বদরুদ্দোজা, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান প্রমুখ।
এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, দিপু মাষ্টার, রফিক মাস্টার, চপল বিশ্বাস, এলিনা ইয়াছমিন, নাফি মাহমুদ ও উপকারভোগীবৃন্দ।
