মিজানুর রহমান মিজান লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার শাখাতী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে ভুক্তভোগী আশীষ কুমার রায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শিশির কুমার রায়ের সঙ্গে জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এসব মামলার অধিকাংশই পুলিশ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়ে আদালত কর্তৃক খারিজ হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পাশাপাশি জমি দখলের চেষ্টা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এমনকি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে বারবার মিথ্যা মামলা দায়ের করে একটি পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে, যা সমাজ ও আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে আশীষ কুমার রায় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান
