স্টাফরিপোর্টার মাগুরা।। যথাযোগ্য মর্যাদায় মাগুরার মহম্মদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সরকারি,বেসরকারি,স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা ও সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস এর শুভ সূচনা ঘটে।
এ সময় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,মহম্মদপুর থানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়েত এবং প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,পুলিশ, আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ ও শরীর চর্চাসহ দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ,রাজনৈতিক নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে বেলা ১১টার সময় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।এ উপলক্ষে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, থানার (ওসি তদন্ত) মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ডা.তেলাম হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক ও প্রকাশক মো. হাসানুজ্জামান সুমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মহম্মদ) এঁর ছেলে,দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা।
দুপুরে নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ফুটবল খেলার আয়োজন করা হয়।এছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি,সমৃদ্ধি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়
