মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া , চাটমোহর ফরিদপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, পাবনা জেলা জামায়াতের সহ তরবিয়ত মাও.মো.আলী আজগর
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামাতের আমির মাওলানা মহিরদ্দিন, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমান ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.সাফিনুর ইসলাম, ফরিদপুর উপজেলার আমির আবু তালেব সহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।
