মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের নিকট থেকে মনোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ভোট দিতে পারেনি। আজ সময় এসেছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এটাই আমাদের প্রত্যাশা। আমাদের নেতা কর্মীরা নির্বাচনকে সামনে রেখে খুবই উজ্জীবিত। প্রতীক বরাদ্দের পর পরই আমাদের প্রচার প্রচারণা শুরু হবে।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, এ্যাড, শাহেদ হাসান টগর কুতুব উদ্দিন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম হাসানুর রহমান হাসু মিজানুর রহমান, জেলা ছাত্রদলের মাহমুদুর রহমান তিতাশসহ, জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ-র আগে গত ১৫ ডিসেম্বর মাগুরা ২ আসনের বিএনপি মনোনীত নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী। এ ছাড়া জামায়াতের মাগুরা ১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের এম বি বাকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মাগুরা ২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে গোলাম আজম সাবু বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি ধানের শীষের প্রার্থী হওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তা-না হলে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
