ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Mahamudul Hasan Babu
December 18, 2025 11:33 am
Link Copied!

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”—এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।

দিবসটি উপলক্ষে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আজ জাতীয় প্রবাসী দিবসও উদযাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। প্রবাসী ভাই-বোনদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় উপস্থিত কয়েকজন প্রবাসী কর্মী তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।