ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে গরীব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

Mahamudul Hasan Babu
December 18, 2025 12:50 pm
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোদশী রায়য়ান কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ বোবায়েত আক্তার তালুকদার (আপেল)-এর পক্ষ থেকে বুধবার সকাল ১০টায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে ৫০০’র অধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের জন্য খেলার বিভিন্ন সরঞ্জামও বিতরণ করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম (সুজা তালুকদার)।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায় খসরু, ঝাওয়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব বেলাল হোসাইন তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল রানা বকুল, ৪ নম্বর ওয়ার্ড ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবাহান সহ ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গোলাবাড়ি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে জনাব মোঃ বোবায়েত আক্তার তালুকদার (আপেল) বলেন,
“আমি নিজে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বাছাই করেছি এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে চাই।”

শীতের এই তীব্র ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।