ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেসার্স আব্দুর রহমান ও মেসার্স রাইসা ট্রেডার্স সরকারের নির্ধারিত মূল্যে আলোয়াখোয়া ইউনিয়নের কৃষকদের মাঝে সার বিক্রি।

Mahamudul Hasan Babu
December 18, 2025 12:48 pm
Link Copied!

মো:জাহেরুল ইসলাম আটোয়ারী,( পঞ্চগড়) প্রতিনিধিঃপঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার।

গতকাল বুধবার ১৭ই ডিসেম্বর দিনব্যাপী আলোয়াখোয়া ইউনিয়নে বি সি আই সি (ডিলার)মেসার্ম আব্দুর রহমান ও বিএডিসি (ডিলার) মেসার্স রাইসা ট্রেডার্স গোডাউনে দেখা গেছে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক কৃষক সার ক্রয় করতে আসে। সরকার নির্ধারিত মূল্য তালিকা সাইনবোর্ড দিয়ে সরকারি মূল্য ইউরিয়া প্রতি বস্তা ১৩৫০/= টাকা, টিএসপি প্রতি বস্তা ১৩৫০/= টাকা, ডিএপি প্রতি বস্তা ১০৫০/= টাকা ও এমওপি প্রতি বস্তা ১০০০/= টাকা দরে সার বিক্রি করছেন মেসার্স আব্দুর রহমান সত্বাধিকারী ডিলার, মোঃকাউসার হাসান ও একই গোডাউনে মেসার্স রাইসা ট্রেডাস সত্বাধিকারী জি এম রাসেল।

একিই চিত্র দেখা গেছে সার ক্রয় করতে আসা কৃষকদের উপচেপড়া ভীড়। সেখানে কৃষকের মাঝে সার বিক্রয় করছেন ডিলার। উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষকরা সার ক্রয় করতে এসেছেন বলে জানান, কয়েক জন কৃষক অভিযোগ করে বলেন, আমি টি এস পি সার ডিলারের কাছে পাইলাম না। টি এস পি সার কিছু সংখ্যক কৃষক না পাওয়ার বিষয়টি নিয়ে মেসার্স আব্দুর রহমানের সত্বাধিকারী মোঃকাউসার হাসানের সাথে কথা বলতে তার ডিলার পয়েন্টে গিয়ে তার সাথে কথা বললে তিনি বলেন,মেসার্স আব্দুর রহমান বি সি আই সি সার ডিলার আলোয়াখোয়া (পুর্ণাঙ্গ) ডিসেম্বর ২০২৫ বরাদ্দ পেয়েছি ইউরিয়া ১১৬০ বস্তা। টি এস পি ২৯৩ বস্তা। ডি এ পি ২৮৭ বস্তা, এম ও পি ৪৯১ বস্তা। ও মেসার্স রাইসা ট্রেডার্স বি এ ডি সি অনুমোদিত সার ও বীজ ডিলার আলোয়াখোয়া ইউনিয়ন ডিসেম্বর ২০২৫ বরাদ্দ পেয়েছি টি এস পি ১৭০ বস্তা। এম ও পি ৩২৩ বস্তা। ডি এ পি ২০১ বস্তা। ইউরিয়া সারের বরাদ্দ অনুযায়ী টি এস পি সারের বরাদ্দ কম পাওয়ায় শেষের অনেক কৃষক পায়নি, যারা আগে এসেছে তারা পেয়েছে। আমি যতটুকু বরাদ্দ পেয়েছি সবগুলো সার নায্য মুল্যে কৃষকের হাতে তুলে দিয়েছি।
মেসার্স আব্দুর রহমান ও মেসার্স রাইসা ট্রেডার্স এ সার কিনতে আসা আলোয়াখোয়া ইউনিয়নের কৃষক হাফিজুর,সবুজ,কাকলি,মোলিন,মাহবুব, ধনেশ্বর,রফিকুল সহ আরো অনেকেই বলেন, টিএসপি, এমওপি ও ডিএপি সার আমরা নায্যমুল্যে পেয়েছি। কিন্তু কৃষি অফিসের কৃষি অফিসার স্যারেরা এখন ডিলার পয়েন্টে এসে আমাদের সহযোগিতা করে থাকেন ডিলারের দোকানে ডিলার মোঃকাউসার হাসান,ও ডিলার জি এম রাসেল এর এখানে কোন সমস্যা ছাড়াই সরকারি মূল্যে সার কিনতে পারছি আমরা।

এ সময় কৃষকরা বলেন কৃষি অফিসের ফারুক বিএস ও শাহিন বি এস এবং ফরহাদ স্যার যে ভাবে খোঁজ খবর নিচ্ছেন এভাবে নিলে আমরা সঠিক মূল্যে সঠিক সময়ে আমরা আমাদের প্রয়োজন মাফিক সার কিনতে পারবো।

মেসার্স আব্দুর রহমান সত্বাধিকারী ডিলার মোঃ,কাউসার হাসান আরো বলেন, আমরা যখন থেকে সার পেয়েছি তখন থেকেই সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে ও কৃষকের চাহিদা অনুযায়ী নায্যমুল্যে
সার বিক্রি করে যাচ্ছি। আমাদের গোডাউনে যতক্ষণ সার থাকে ততক্ষণ আমরা সার বিক্রি করি ।
আলোয়াখোয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, আমি সহ মোট দুইজন আলোয়াখোয়া ইউনিয়নের কৃষক সেবায় নিয়োজিত রয়েছি বর্তমানে আমরা কৃষি অফিসার স্যারের দিক নির্দেশনা অনুযায়ী এই ইউনিয়নের কৃষকদের মাঠ পর্যায়ে সার পৌঁছে দেওয়া, সঠিক পরিমাণ নিশ্চিত করা এবং সার বিতরণের সময় তদারকি করি। যাতে কৃষকরা নির্ধারিত মূল্যে সার পেতে পারে এবং ডিলাররা সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে পারে। এবং কৃষকের মাঝে নিয়মিত কৃষি পরামর্শ প্রদান করি।
আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন , এ উপজেলায় বিসিআইসি মোট,, ০৯ জন বিএডিসি ২১জন ডিলার রয়েছে এবং পর্যাপ্ত পরিমান সার আছে সারের কোনো সংকট নেই।