ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
December 18, 2025 12:59 pm
Link Copied!

এম, এ কুদ্দুস ,বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের বিরলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ (ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক (ডিটিএলপি) ডা. মোঃ আনোয়ার শাহাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম, বিরল উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোছাঃ সৌদিয়া আকতার বানু। মতবিনিময় শেষে ১০০ জনের মাঝে প্রত্যেককে ২ টি করে ছাগল, ২৫ কেজি উন্নতমানের খাবার ও ৫ টি করে ফ্লোরমেট উপকরণ হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত উপকরভোগীদের মধ্য হতে ৩ জন তাঁদের সফলতার ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানে প্রেরণামূলক বক্তব্য রাখেন।