ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Mahamudul Hasan Babu
December 18, 2025 1:01 pm
Link Copied!

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে ইসলামী ও সমমনা ৮ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করা হবে।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রির্টানিং কর্মকর্তা জনি রায়।