মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে মাগুরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ছাত্র-জনতা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শুক্রবার দুপুর আড়াইটায় সরকারি কলেজ চত্বরে গায়েবানা জানাজা শেষে ছাত্র-জনতার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম,এনসিপি মাগুরা জেলা শাখার আহবারক রাসেল মজুমদারসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনিদের খুজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দিতে হবে । তারা বলেন,শরীফ ওসমান হাদি চলে গেছেন কিন্তু তার অবদান রয়ে গেছে সংগ্রামের ভাষায়, সাহসের ইতিহাসে। হাদির জীবন ছিল সংগ্রাম,সাহস ও দায় বদ্ধতার এক অনন্য দলিল। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসুচি পালন করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
