মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা পুলিশ কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (ক্রাইম ও অবস) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গেল ৬ ডিসেম্বর গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) এবং শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার হাসিবুল হাসান (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, অগ্নিসংযোগের ফলে দুই অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে নিজনান্দুয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। পরে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ অফিস ও আদালতের ওপর হামলা চালানো মূল পরিকল্পনার অংশ ছিল। বর্তমানে এই ঘটনায় যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
