শ্রী মনোরঞ্জন চন্দ্র(রানীনগর)নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তিনজন হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পারইল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযান চালায়। অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ও কাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হাবিবকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের তিনজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
