পঞ্চগড় প্রতিনিধিঃ মানুষ কথা বলতে পারে, নিজের কষ্ট জানাতে পারে। কিন্তু নীরব প্রাণীরা পারে না। সেই নীরব কণ্ঠগুলোর হয়ে কথা বলা এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক ব্রত নিয়েই পঞ্চগড়ে কাজ করে যাচ্ছে “Panchagarh Animal Rescue And Adoption Group” নামে একটি স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণমূলক সংগঠন।
প্রাণী বাঁচলে মানবতা বাঁচবে—এই দর্শনকে সামনে রেখে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের ধাঁনসিড়ি চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রাণীদের নিয়ে চলমান কার্যক্রম, সমাজে প্রাণীকল্যাণের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর মাহসান স্বপ্ন ও তৌহিদা অনয়, সংগঠনের উপদেষ্টা ডা. ফয়সাল খালেকুজ্জামান, সভাপতি ইমামুল মুরছালিন, স্থানীয় সাংবাদিক লুৎফর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
“Panchagarh Animal Rescue And Adoption Group” একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন হিসেবে পঞ্চগড় অঞ্চলে দীর্ঘদিন ধরে অবহেলিত, আহত ও পথপ্রাণীদের উদ্ধার, চিকিৎসা ও আশ্রয় প্রদান করে আসছে। সড়ক দুর্ঘটনায় আহত প্রাণী, অসুস্থ কুকুর-বিড়াল কিংবা অনাহারে থাকা পথপ্রাণীদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা সংগঠনটির নিয়মিত কাজের অংশ।
এছাড়াও স্থানীয় জনগণের মাঝে প্রাণীকল্যাণ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রাণীদের জন্য খাবার, টিকা ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে সংগঠনটি। প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। মানবিক এই সংগঠনের একটি ব্যতিক্রমী উদ্যোগ হলো প্রতি শুক্রবার অবহেলিত কুকুরদের জন্য মাংস কিনে খাওয়ানো। নিয়মিত এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণীর প্রতি দয়া দেখানো কোনো বিলাসিতা নয়, এটি মানবিক দায়িত্ব। সমাজে প্রাণীদের প্রতি সহমর্মিতা বাড়লে সহিংসতা ও নিষ্ঠুরতাও কমে আসবে। প্রাণীকল্যাণ নিশ্চিত করা মানেই একটি সভ্য ও মানবিক সমাজ গড়ে তোলা।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের সহযোগিতা ও সচেতনতা বাড়লে ভবিষ্যতে প্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। তারা সকলকে প্রাণীর প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
