মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযা পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদ চত্বরে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সরকারি চাকুরীজীবি, বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বেচ্ছাসেবী সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাগপা, জাসদ সহ সকল শ্রেণি পেশার সাধারণ মানুষ অংশ নেয়। জানাযা নামাজের পূর্বে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, বিএনপি’র অন্যতম সদস্য মতিয়র রহমান,উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন,সাধারণ সম্পাদক মাওঃ খাদেমুল ইসলাম, পানিশাইল সিপাহীপাড়া দাখিল মাদরাসার সুপার কাজী মোঃ হাফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের উপজেলা সমন্বয়ক আবু হাসান বাবু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে। হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিল। হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সব ফ্যাসিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল। এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেছে। কিন্তু তারা এক হাদিকে শহীদ করেছে এখন আমাদের হৃদয়ে লক্ষ কোটি হাদি জেগে উঠেছে। আমরা আজকে জানাযা থেকে শপথ নিচ্ছি আমরা সবাই একেকটা হাদি হবো এবং বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে ছাড়ব। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। জাসাযার নামাজে ইমামের দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন।
