ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভেকু দিয়ে আবাদি জমির মাটি কাটা অব্যাহত

Mahamudul Hasan Babu
December 21, 2025 12:19 pm
Link Copied!

রাকিবুল ইসলাম বাবু  উত্তর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় প্রায় প্রতিটি ইউনিয়নে অবাধে ভেকু (এক্সকাভেটর) দিয়ে আবাদি জমির উর্বর মাটি কাটা চলছে। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা, কচাকাটা, রায়গঞ্জ, বেরুবাড়ি নেওয়াশীসহ বিভিন্ন ইউনিয়নের ফসলি জমি থেকে রাতের আঁধারে ও দিনের আলোতেও ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে। কোথাও কোথাও ফসলি জমি গর্তে পরিণত হওয়ায় চাষাবাদ অনুপযোগী হয়ে পড়ছে।

ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে এসব জমিতে তারা ধান, পাট ও শাকসবজি আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে কৃষিকাজ করা সম্ভব হবে কি না, তা নিয়ে তারা শঙ্কিত।

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখের সামনেই প্রভাবশালীরা এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে নানা ধরনের চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে পরিবেশবিদরা বলছেন, আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হয়, জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।

স্থানীয় সচেতন মহল দ্রুত এ অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।