ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই ভাই

Mahamudul Hasan Babu
December 21, 2025 2:25 pm
Link Copied!

রাহাত শরীফ, টাঙ্গাইল প্রতিনিধি:রবিবার, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস থেকে একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সহোদর ভাই। তারা হলেন— টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তারা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, টাঙ্গাইলের এই দুটি আসন বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু সাবেক ছাত্রদল সভাপতি, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বিএনপির সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।