রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কোম্পানীগঞ্জ, বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে নোয়াখালী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপনের সিরাজপুরস্থ বাসভবনে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ। দোয়া ও মিলাদ মাহফিল সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও আবদুল্লাহ নুর সোহান।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম সাইমুন, সদস্য সচিব অরূপ মজুমদার, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ, ফারদিন আহসান রুবাবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
