ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে উপজেলা প্রকৌশলীর নির্দেশনা উপেক্ষা করে রাস্তা নির্মাণ কাজ অব্যাহত

Mahamudul Hasan Babu
December 21, 2025 2:51 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান।

‎‎রোকনুজ্জামান এর নির্দেশ উপেক্ষা করে ঠিকাদার প্রতিষ্ঠান  রাস্তার নিম্নমানের নির্মাণসামগ্রী  উত্তোলন না করে কার্পেটিং করার সকল  প্রস্তুতি সম্পন্ন করেছেন।  নিম্নমানের নির্মাণসামগ্রী উত্তোলন করে মানসম্মত সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

‎‎(১৫ ডিসেম্বর) সকালে মেসার্স মোকলেস ট্রেডার্স এন্টারপ্রাইজ ও বামন্দী বাজারের ব্যবসায়ী সোহাগ ট্রেডার্সের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

‎‎

‎পরিপত্রে উল্লেখ করা হয়, গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামের হুদাপাড়া কুঞ্জনগর বালিকা বিদ্যালয় মোড় থেকে মিনাপাড়া হাই স্কুল মোড় পর্যন্ত ৬৬০ মিটার রাস্তা সংস্কার কাজের দায়িত্ব পায় মেসার্স মোকলেস ট্রেডার্স এন্টারপ্রাইজ।

‎এ প্রকল্পে ৩৫ লাখ ৩ হাজার ৬৭ টাকা ব্যয়ে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কাজ শুরু করা হয়। বর্তমানে কাজটি বাস্তবায়ন করছে বামন্দী বাজারের ব্যবসায়ী সোহাগ ট্রেডার্স।

‎‎সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণে ১ নম্বর ইটের খোয়া ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান ইটভাটার পরিত্যক্ত ৩ নম্বর ইটের রাবিশ ব্যবহার করে রাস্তা নির্মাণ করছিল বলে অভিযোগ ওঠে।

‎বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করে নিম্নমানের নির্মাণসামগ্রী দ্রুত উত্তোলন করার নির্দেশ দেন এবং ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

‎‎তিনি আরও জানান, নির্দেশ অমান্য করে পুনরায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে সংশ্লিষ্ট কাজের কোনো বিল প্রদান করা হবে না।

‎‎এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান বলেন,

‎“আমি একা সব কাজের সাইটে উপস্থিত থাকতে পারি না। অনেক সময় অফিসের উপসহকারী কর্মকর্তাদের রাস্তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়।

‎‎তাদের তদারকির কিছুটা ঘাটতির সুযোগে ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে। এ কারণে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

‎নিম্নমানের নির্মাণসামগ্রী উত্তোলনের নির্দেশ দেওয়ায় গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ সময় স্থানীয়রা তাকে একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে প্রশংসা করেন।