ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Mahamudul Hasan Babu
December 21, 2025 2:43 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় আটোয়ারীতে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে প্লে থেকে পঞ্চম শ্রেণির ৩০৬ জন শিক্ষার্থী দুই দিনব্যাপি বৃত্তি পরীক্ষায় উৎসবমূখর অংশগ্রহণ করে। কেন্দ্র সচিব ও আটোয়ারী কিন্ডার গার্টনের অধ্যক্ষ বাছেদ আলী’র দেওয়া তথ্যমতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) প্লে – কেজি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়। রবিবার ( ২১ ডিসেম্বর) প্লে – কেজি শিক্ষার্থীদের বাংলা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বাংলা ও গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। কেন্দ্র সচিব জানান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় আটোয়ারীতে ৪টি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উৎসবমূখর পরিবেশ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্রোতে মুখরিত । পরীক্ষা চলাকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল বোর্ড পরীক্ষার মতোই সুচারু ও সুশৃঙ্খল। অভিভাবকরা জানান, এ ধরনের মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে। কেন্দ্র সচিব আরো বলেন,আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার ভেন্যু হওয়ায় বৃত্তি পরীক্ষাকে ঘিরে পরিণত হয়েছিল এক উৎসবের মেলায়। শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের পরিশ্রমে পরীক্ষা সম্পন্ন হয় সফলভাবে।