মিজানুর রহমান মিজান : লালমনিরহাট প্রতিনিধিঃবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচন সম্পন্ন এবং ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম সাদেকী, ইলিয়াস আহমেদ, আবু সাদেক মোঃ জুননুন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার শাহরিয়ার তানভীর আহমেদ। ঘোষিত ফলাফল অনুযায়ী, ইউনিটের ভাইস চেয়ারম্যান পদসহ একাধিক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লায়লা হাবিব। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ. কে. এম. মমিনুল হক, মোঃ আফজাল হোসেন, মোঃ মজমুল হোসেন প্রামানিক, মোঃ আবুল বাশার এবং মোঃ আজিজুল ইসলাম ইউলাদ।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের মানবিক কার্যক্রমসহ সার্বিক দায়িত্ব পালন করবে।
