ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সীমান্তবর্তী কল্যাণপুর- হাড়াভাঙ্গা মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
December 21, 2025 3:04 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা কল্যাণপুর গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী মাঠ থেকে তপন হোসেন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১১টার দিকে কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল। যুবক তপন এক সন্তানের জনক ও জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ নিয়ে তার স্ত্রী আশিকা খাতুন জানান, শনিবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ফোনে একজনের সাথে কথা বলতে বলতে বাইরে চলে যায়। পরে আর সে ফিরে আসেনি। সকাল বেলায় অন্যজনের মারফত তপনের মত একজনের লাশ মাঠে পড়ে আছে জানতে পারি।
স্থানীয়রা জানান, সকালের দিকে ভারতীয় সীমান্তঘেষা কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে কৃষকরা ক্ষেতে কাজ করতে যায়। এসময় মাঠের একটি পেঁপে ক্ষেতের মধ্যে তপনের মরদেহ দেখতে পায়। তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে লক্ষ্য করা গেছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকান্ড। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে,তা উদঘাটনে পুলিশ কাজ করছে।