রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্ত কামনায় বিশেষ আয়োজন করছেন ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সভাপতি ও এ্যাসাট গ্রুপের চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিঞার নিজ উদ্যােগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে মুখশিমলা এলাকায় নিজ বাসভবনে দোয়া মাহফিলে
ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এ্যাসার্ট গ্রুপের চেয়ারম্যান ও উন্নয়ন কমিটি সভাপতি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিঞা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উন্নয়ন কমিটি পার্থশী ইউনিয়নে সাধারণ সম্পাদক,মেহেদী হাসান (রুবেল মাষ্টার),যুব ও ছাত্র উন্নয়ন কমিটি সভাপতি ফয়সাল উসমান, সাংবাদিক উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক, সবুজ আহম্মেদ ও রাব্বি হোসেন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে শওকত হাসান মিঞা জানান, রাবু আলামিন আমাদের রাষ্ট্রীয় নায়ক তারেক রহমানের যাত্রা শুভ কামনা করেন,তাহার যাত্রা সুস্থ সুন্দর ভাবে বাংলাদেশ পৌছেন। তাহার সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করতে কমিটি দিনরাত পরিশ্রম করছে। তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উন্নয়ন কমিটি অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার।
আলোচনা শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া পরিচালনা করেন ইসলামপুর বিএনপির মনোনয়ন প্রত্যাশী,এ্যাসার্ট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হাসান মিঞা।
