ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে রুপক শেখ স্মৃতি আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Mahamudul Hasan Babu
December 22, 2025 8:40 am
Link Copied!

 রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে মরহুম রুপক শেখ স্মৃতি আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ডিসেম্বর) বিকেলে ইসলামপুর মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাফিজ পাঠাগারের উদ্যোগে এবং ইসলামপুর ক্রিকেট একাদশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাফিজ পাঠাগারের সভাপতি আবির আহম্মেদ বিপুল মাস্টার।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী  বিপ্লব মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক সৈয়দ মোহাম্মদ রুবেল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন,তিতুমীর কলেজ ছাত্রদল সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বিপুল মাস্টার বক্তব্য বলেন,মরহুম রুপক শেখের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ,শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক জীবনের পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড একাদশ বনাম চর গোয়ালিনী ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে চর গোয়ালিনী ইউনিয়ন একাদশ এক উইকেটের ব্যবধানে জয়লাভ করে।