মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে আহাম্মদ হোসেন প্রধান গং ওয়াকফ্ স্টেট এর জমিজমা নিয়ে মামলা করায় এবার বর্গাচাষীর ধান কেড়ে নিলো খালাশপীর দারুল হুদা সিনিয়র ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম। গত রোববার রাতে ওই ঘটনায় ওয়াকফ্ এস্টেট এর মতোওয়াল্লি আনিসুর রহমান পীরগঞ্জ থানায় মামলার জন্য অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, পীরগঞ্জের মদনখালি ইউনিয়নের ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের আহাম্মদ হোসেন প্রধান গং ওয়াকফ্ স্টেট। স্টেটটির অধীনে খালাশপীর দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম কিছুদিন আগে তার কয়েকজন শিক্ষক ও এলাকার কয়েকজনকে সাথে নিয়ে অনিয়ম করে মাদরাসার ঘর এবং টয়লেট ভেঙ্গে ফেলেন। ওই ঘটনায় স্টেটের মতোওয়াল্লি আনিসুর রহমান আদালতে ফৌজদারি মামলা ও ১৪৪ ধারা করেন। এতে অধ্যক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ১৭ ডিসেম্বর ওই ওয়াকফ স্টেট এর আবাদী জমির বর্গা চাষীর কাছ থেকে দলবল নিয়ে জোরপূর্বক ধান নিয়ে আসেন। ওই ঘটনাতেও পৃথক মামলা চলমান। গত ২০ ডিসেম্বর সকালে ওয়াকফ্ স্টেট এর বর্গাচাষি বড়আলমপুর ইউনিয়নের রাজারামপুরের মতিয়ার রহমানের বাড়ী থেকে মতোওয়াল্লির ভাই শহিদুল ইসলাম ১২ মন ধান নিয়ে আসার সময় পথিমধ্যে মাদরাসাটির অধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে আরবী প্রভাষক নুরুল আমিনসহ ৩০/৩৫ জন ওই ধান কেড়ে নেয়। তারপর একই গ্রামের স্টেটের বর্গাচাষি মাহফুজার রহমানের বাড়ী থেকেও ২০ মন ধান জোরপূর্বক নিয়ে আসে। পাশাপাশি জমি তাদেরকে চাষাবাদ করতে দেবে না বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় স্টেট এর মতোওয়াল্লি আনিসুর রহমান অধ্যক্ষ নজরুল ইসলাম কে ১নং বিবাদী করে পাঁচজন সহ ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলার জন্য থানায় অভিযোগ দিয়েছেন। ওসি সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
