বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্থ অসহায় ও গবীর মানুষের মাঝে উন্নতমানের কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
গতকাল গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম গরীব অসহায় ও শীতার্থ মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে নিজেই ৮ প্রকার শুকনো খাবার ও কম্বল তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারের মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কম্বল ও খাবার পেয়ে অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে হাসি। তারা খাবার ও কম্বল পেয়ে আনন্দে আল্পুত হয়ে নির্বাহী অফিসারকে দিচ্ছেন প্রাণভরে দোয়া ও আর্শিবাদ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে ব্যাপক শীত অনূভুত হওয়ায় শীতকালে সবচেয়ে সমস্যায় পড়ে এ অঞ্চলের দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠী। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড়ই কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের ব্যাপকতা থেকে কিছুটা স্বস্তি দিতে আমি উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ প্রকারের শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী এবং শীত বিবেচনায় একটি করে উন্নতমানের কম্বল ১০টি ইউনিয়নের ১০০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
কম্বল ও খাবার পেয়ে সাকোয়া ইউনিয়নের নগর সাকোয়া গ্রামের ইব্রাহিম ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, আমি কখনো ভাবিনি উপজেলা নির্বাহী অফিসার রাতের আধারে আমার বাড়ীতে এসে খাবার ও কম্বল দিয়ে যাবেন। ঠান্ডায় অনেক কষ্ট করে দিন যাপন করছি, কাজ না থাকায় খাদ্যকষ্ট এবং শীত নিবারনের ভালো কম্বল না থাকায় অনেক কষ্ট হচ্ছে। ঠিক এই সময়ে খাবার ও কম্বল পাওয়ায় আমরা অনেক স্বস্তি পেয়েছি।
