এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: তিতাস( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইবতেদায়ী নূরাণীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন তিতাস সমাজকল্যাণ পরিষদ নামে সংগঠন।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি ইবতেদায়ী নূরাণীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- তিতাস সমাজকল্যাণ পরিষদের
সভাপতি মহসীন মুন্সী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব খান শুভ, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ভূইয়া,দপ্তর সম্পাদক মো. এইচ আর হৃদয় সহ অর্থ সম্পাদক রাকিব হাসান সিকদার, সম্মানিত সদস্য তারেক সিকদার,কাজী রাসেল,
আনিছুর রহমান নয়ন,কাজী নুরুজ্জামান, সারওয়ার শামিম,মো. শাহ বাজ শরিফ,
পারভেজ আহমেদ পাবেল,আনাছ মুন্সী প্রমুখ।
