কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ও জুলাই আন্দোলনের নেতা মুহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মঙ্গলবার কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসার, সাবেক যুগ্ম আহŸায়ক একরামুল হক মিলন, যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা সরকারের প্রতি অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ২০২৪ সালে রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে আলমগীর শেখ নিহত হওয়ার ঘটনায় ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে মামলা নং: ৫৮(৯)২৫ দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামকে আসামী করা হয়। মুহাম্মদ ফখরুল ইসলামকে ২৯৭ নং, নুরুল আলম শিকদারকে ২৯৬ নং আসামী করা হয়েছে।
