রাহাত শরীফ, গোপালপুর উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা হুমায়ুন কবীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে এলাকাজুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।
জামায়াতে ইসলামী নেতারা জানান, মাওলানা হুমায়ুন কবীর দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তার ভূমিকা স্থানীয়ভাবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে টাঙ্গাইল-২ আসনে দল আরও সুসংগঠিত হবে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নেতাকর্মীরা বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে গণসমর্থন গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতাও ক্রমেই জোরদার হচ্ছে
