ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় নাগরিক আটক।

Mahamudul Hasan Babu
December 24, 2025 1:09 pm
Link Copied!

মিজানুর রহমান মিজান  লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীন দুর্গাপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থান থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন বিশ্বজিৎ কুমার দাস (২৫)। তিনি ভারতের আলিপুর দুয়ার জেলার আলিপুর দুয়ার থানার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা এবং অপু দাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশী ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।