ঢাকাThursday , 25 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্যাগ!

Mahamudul Hasan Babu
December 25, 2025 1:34 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার গণ অধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি , সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কমিটির ৩১ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  ভাঙ্গুড়ায় ৩১সদস্য কমিটি থেকে ৩১ জনের পদত্যাগের তথ্য জানিয়েছেন উপজেলা কমিটির সভাপতি মো. জাইদুর রহমান খান দুলাল।আজ বৃহস্পতিবার মো.জাইদুর রহমান খান দুলাল সদ্য গঠিত ৩১ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন।  সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোট করায় কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন। উপজেলা গণধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,,,নতুন ধারার রাজনীতির কথা বলে সেই পুরনো ধারাতেই ফিরে গেল গণ অধিকার পরিষদ। ধিক্কার জানাই এই নোংরা খেলাকে,,, তিনি আরো বলেন ,,,তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য আমি গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ,,,, কথা দিয়ে কথা রাখে না মুনাফিক আমি তাদের সাথে থাকতে চাই না তাই আমি সহ উপজেলার৩১সদস্য বিশিষ্ট কমিটির সবাই পদত্যাগ করলাম।
এদিকে নিজের পদত্যাগপত্রে মো.জাইদুর রহমান খান দুলাল বলেছেন, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাতে চাই যে, বর্তমান আমি এই দলের প্রতি আর কোনো আস্থা রাখতে পারছি না। এরা স্বার্থের জন্য যা কিছু করতে পারে এটা কখনো একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না।অতএব, ব্যক্তিগত সম্মান ও নীতিগত অবস্থান থেকে আমি উক্ত কমিটির সভাপতি পদ থেকে কমিটির সবাই স্ব স্ব পদ থেকে পদত্যাগ করছি।